বাংলা অভিধান অনুযায়ী ছড়ার মানে ১)গ্রাম্য কবিতা২)ছেলে ভুলানো বা মেয়েলি কবিতা ৩)ছোটোদের জন্য লেখা ছন্দ মিল দেওয়া হালকা পদ্য----------------,
যদি এই পদ্যে সমৃদ্ধ ভাবনা যোগ হয় তবে তা ছররা হয়ে যায় আর পাঠকের অন্তরে আর মননে বিঁধে যায়-----
(সেই পাখিরা কই)
পাখিরা আজ উঠোন জুড়ে
খায় না খুঁটে ধান
মন ভালো নেই বলেই ওরা
গায় না ভোরে গান।
সকাল পাখি বিকেল পাখি
সব পাখিরাই দূরে
আকাশ এখন দূষণ ভরা
দূষণটা দেশ জুড়ে।
পাখিরা সব আয় না কাছে
একটা কথা বলি
বন কেটে আজ বাস গড়েছি
ঘরবাড়ি আর গলি।
বাড়ির ছাদে ডাকছি এত
সেই পাখিরা কই
পাখির দেখা পেতে এখন
খুলছি ছবির বই।
----কনক ঠাকুর
ছন্দ নিয়ে দ্বন্দ্ব নয় বরং তাকে এক অবিমিশ্র ভাবনায় সংপৃক্ত করাই যথার্থ কবির
সফলতা।