(৬০০ তম'র প্রাঞ্জলি)
(অনেককিছু যা আমাদের চক্ষুগোচরে আসে না তবুও যুগান্তধরে বিশ্বাস এর উপরে নির্ভর করেই আমরা তা মেনে নিই--উত্তরআধুনিক পৃথিবীতে এই বিশ্বাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নিয়ে তর্কবিতর্ক চলছে তারই ভাবনায় এই ব্যঞ্জনা.........)
শ্রীকৃষ্ণ কে মাথায় রাখি
কংস কে ভয় করি
আল্লাহ সর্বশক্তিমান
যারা মানে না তারা শয়তান
যীশু বড়ই করুণাময়
ডেভিলের সংস্পর্শে বেঁচে থাকা দায়
সমস্বরে উচ্চারিত এইসব কথাগুলো শুনলাম
বুঝলাম------স্বপক্ষ......
কারা যেন চুপিচুপি বলছে
যাদের মানিস তারা 'দি গুড এলিয়েন'
যাদের এড়িয়ে চলিস তারা 'দি ব্যাড এলিয়েন'
ধর্ম টর্ম সব বুজরুকি
মিথ এর চরিত্ররা ভিনগ্রহবাসী
বুঝলাম-----এরা সব কট্টর বিরোধীপক্ষ.........
ওকি!কারা চিত্কার করে বলছে---
'সবার উপরে মানুষ সত্য
তাহার উপর নাই '
'ও মানুষ তোমাকে আদাব,প্রণাম'
বুঝলাম------এরা সব নিরপেক্ষ.................
ভাবছি যেখানে আছি সেখানেই থাকবো
নাকি দল বদলাবো?
আমাকে চোখ রাঙাচ্ছে
দ্বিধা-দ্বন্দ্ব, ভয়--
অলক্ষ্যে কেউ বলে ওঠে
সত্যি টা জানা কোন অপরাধ নয়......
(বিশেষঃ---এই কবিতার ভাবনার প্রেরণা--শ্রী অভিজিত সেনগুপ্ত)