'ঝর্না গাইছে
দিলাম সবটুকু জল
আনন্দধারায়
যদিও এক আঁজলা যথেষ্ট
তৃষিতের প্রাণ ভরে যায়'
(অনুবাদ)
রবীন্দ্রনাথের পাঁচ লাইনের চূর্ণ কবিতা ইংরাজিতে লেখা--জাপানি সোনালি কাগজটিতে কালের করাল ছাপ প্রকট!বেশ কিছুটা কুঞ্চিত!
পাঠোদ্ধার বেশ কষ্টকর হলেও এইরকম--
"give thy whole water
in joy
sings the water fall
though little of it is
sufficient for the thirsty"
কৃতজ্ঞতাঃ- অপ্রকাশিত রবীন্দ্রনাথ--শারদীয়া দেশ ২০১৩