যেমনটা আগেও জানিয়েছি সেইমত আজ রাতে আসরের সুপ্রিয় কবিদের মধ্য থেকে আবার দশ জন কবির নামকরণ করছি!এটা ক্রমশ প্রকাশ্য! কাজেই নামকরণ চলতে থাকবে!আপাতত একশ জন কবির নামকরণই সম্ভবপর!আবারো মনে করিয়ে দিই এটা এক বিমল প্রয়াসমাত্র!


রাত্রি-৯-২০
আসরের দশজন কবির কাব্যিক নাম--
১) কবি সহিদুল হক--দীপ্র কবি
২)কবি সুদীপ তন্তুবায়(নীল)--প্রসারী কবি
৩) কবি সুখেন্দু মাইতি--বিনোদ কবি
৪)কবি স্বপন চক্রবর্তী--বিনয়ী কবি
৫) কবি কামাল--ভাবুক কবি
৬)কবি অরূপ গোস্বামী--বীক্ষিত কবি
৭)কবি স্বপন কুমার মজুমদার--বিন্যস্ত কবি
৮)কবি মোঃ আনোয়ার সাদাত পাটোয়ারী--মঞ্জুবাক কবি
৯) কবি মিতা চ্যাটার্জী--ভাস্বতী কবি
১০) কবি মুহাম্মদ রুহুল আমীন--মরমি কবি