এই বছরের প্রথম দিনে--' আসরের কবিদের কাব্যিক নামকরণ(এক) ' প্রকাশ পায়!আমি অনেক কবিকেই উৎফুল্ল হতে দেখেছি এই নির্দোষ প্রক্রিয়ায়! আগামীকাল আসরের কবিদের কাব্যিক নামকরণ(দুই)--প্রকাশিত হবে!প্রতিবার দশ জন করে সুপ্রিয় কবির নাম প্রকাশ পাবে!এই নামকরণে আর্থিক তথা অন্য কোনো সুবিধা প্রাপ্তির সম্ভাবনা নেই বটে তবে এক সন্তুষ্টির প্রাপ্তি সম্ভব! আমি ব্যক্তিগত ভাবে প্রতি কবির যতটা সম্ভব সঠিক মূল্যায়ন করার চেষ্টা করেছি অবশ্যই পজিটিভ দৃষ্টি ভঙ্গিমায়!আমার মতে কবি মাত্রই স্বচ্ছ মনের অধিকারী কিছু ব্যতিক্রম ছাড়া!আপাতত একশ জন কবির সংস্পর্শজনিত অনুভুতির প্রকাশ সম্ভবপর,এই সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে আর সুপ্রিয় কবিরা আনন্দিত হতে থাকবে! এটা একটা বিমল অনুভুতির প্রকাশ মাত্র!
আলোচনাটি ১৪১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৯/০১/২০১৫, ০৪:৩৯ মি: