( 'রোদ্দুর' আগামী সংখ্যা'র জন্য কবিতা)

( বায়না)
প্রনব মজুমদার

কি আশ্চর্য্য!তুমি স্পেস স্টেশনে অপেক্ষায়
আমি মাটি কামড়ে পড়ে আছি হতাশায়

তুমি তো কখনো বলনি
'পহলে আপ'
আমিও তো বলিনি
'পহলে আপ'
তবে কেন চলে গেলে?

একাই যেতে হয়;
এই স্বান্তনাবাক্যে
কি বুকের উপর চেপে বসা
সন্তাপের ভারি পাথর নড়ানো যায়?
জান সোনা, আজকাল
আমাকে আর ভাল চোখে দেখেনা আয়না

সত্যি বলছি চিরসখী
যদি পরী হয়ে ফিরে আসো
মিটিয়ে দেব তোমার অপূর্ণ যত সব বায়না








বিশেষ-
প্রয়াত শ্রীমতী অনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত