মহাপ্রস্থানের পরে;আত্মা'টি
স্বর্গদ্বারে যমরাজের সাক্ষাত্কারের অপেক্ষায়
যমরাজের প্রথম প্রশ্ন
প্রথমেই কেন দন্ডায়মান স্বর্গের দরজায়?
আত্মা'র সপ্রতিভ উত্তর
আজ্ঞে হুজুর, মর্ত্যে আজকাল নরকগুলজার
কোনোমতে পার করেছি নরকবাস
দয়া করে দিন আপনার স্বর্গনীড়ে একটুকরো আবাস
যমরাজ মানলেন আর নাম ও পেশা জানতে চাইলেন
আত্মা'টি আধার কার্ড অনুযায়ী সবকিছু বলল,
এবার যমরাজ ধর্ম তথা জাত-পাত কি জিজ্ঞাসা করলেন
আত্মা'টি বলল--হিন্দু মুসলমান শিখ ইসাই বৌদ্ধ জৈন ইত্যাদি ইত্যাদি
যমরাজের ভ্রুকুটিসংশয়;
আত্মা'টি বলে--মর্ত্যে এরই মধ্যেকার নির্দিষ্ট একটা লেবেল
চিপকানো ছিল আমার কপালে,
যমরাজ--তাহলে এখন কেন অদ্ভুত এমন??
আত্মা'টি বলল--কেননা
|
|
|
|
মৃতদের সবকিছুই এক
|
|
|
|যদি জীবিতরা এটা বুঝতো
তো পৃথিবীটাই স্বর্গ বনে যেত...
বিশেষ-একটা পজিটিভ স্যাটায়ার