পুকুরের জল বললো-
আমার বহিরঙ্গ নিস্তরঙ্গ কিন্তু অন্তরঙ্গে ভীষন তোলপাড়
অবশ্য ভয়ের কিচ্ছু নেই,গাঁয়ের বধুরা নির্বস্ত্র হয়ে গা ভাসাতে পার;
জানি এসব দেখে আকাশ জ্বলবে আর বলবে-আমার একটাই চাঁদ
অথচ সামান্য পুকুরে এত চাঁদের মেলা?
আকাশ জলকে 'মিডলক্লাস'আর মাটিকে 'সর্বহারা' ভাবে
নাকউচু আকাশ বোঝে না জলই জীবন আর মাটি প্রেমাঙ্গন...