কুতূহল
প্রনব মজুমদার
(১)
দিনকে ভাঁজ করি
রাতকে মেলে ধরি
অমনি
অক্ষরগুলো নতজানু হয়
আচ্ছা রাত কি কবিতা বানায়?
(২)
প্রত্যেক মানব প্রেমিক
আর মানবী প্রেমিকা,
ইতর প্রাণীরা হাসাহাসি করে
বলে শরীর ছাড়া প্রেম
আসলে ধোঁকা...