কথা দিলাম
প্রনব মজুমদার
কর্মক্ষেত্রে ইংরাজী/হিন্দির চলন-বলন তাই দুটোতেই চোস্ত
কিন্তু বাড়ি ফিরেই বাংলার আবহে স্নান,তারপর থেকে
সাংসারিক কথা,পড়াশোনার কথা, ভালবাসার কথা,বকাঝকা এমনকি বাংলাতেই মান-অভিমান;
জন্মসূত্রে যে 'মা' কে পেয়েছি তার স্নেহাস্পর্শেই থাকব চিরকাল
এতটুকু বলে থামলাম--বন্ধুরা একের পর এক বলে উঠলো
আমিও তাই--আমিও তাই--আমিও তাই,
আর কি আশ্চর্য! সাড়ে উনত্রিশ কোটি বাঙালির সন্তান বলছে
আমরাও তাই-----আমরাও তাই----আমরাও তাই
'জন্মসূত্রে যে 'মা' কে পেয়েছি তার সাথেই থাকব চিরটাকাল'
তাকে ছাড়ব না কোনোদিন--কথা দিলাম...