ভারতবর্ষ বহু ভাষাভাষীর দেশ।রাষ্টীয় ভাষা হিন্দি।আমরা যারা প্রবাসী(পশ্চিমবঙ্গের বাইরে) তাদের ছেলেমেয়েরা বেশির ভাগ সেন্ট্রাল
স্কুল তথা কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করে।স্কুলের মিডিয়াম হিন্দি-ইংলিশ এমনকি বাচ্চারা বন্ধু-বান্ধবীর সাথে হিন্দি-ইংলিশে কথাবার্তা বলে।বাড়িতে মা-বাবার অভ্যাস অনুযায়ী বাংলায় কথাবার্তা বলে বটে কিন্তু গুরুচন্ডালী (এক্ষেত্রে হিন্দি-ইংলিশ মিশ্রন) দোষযুক্ত। এরা বাংলায় কিভাবে কবিতা লেখে তারই উদাহরণ পোষ্টমডার্ন হাওয়ামন্ডলের কবিতা।
সাবেকি সরল বাক্যধারা পাল্টে যায় বিশ্বায়নের ধাক্কায় তরুণ কবিদের উপস্থাপনায়।
আমরা পড়ি প্রতিষ্ঠিত তরুণ কবি বিনায়ক বন্দোপাধ্যায়ের উপস্থাপনা--
ই-আকাশ,ই-বাতাস,ই-মেল সমৃদ্ধ পৃথিবীতে
তুমি শুধুই বোতাম টেপো আর তোমার প্রেমিকা তার
বান্ধবীকে সঙ্গে নিয়ে বাক্যধারা পাল্টে দেয়-----
" ইউ নো রাধা,কাল যখন ও ফোন করেছে
আই হ্যাড জাষ্ট পুট দা রোটি
অন দা নিউ তাওয়া"
এভাবেই শুরু হয় কবিতার তীর্থযাত্রা........
(ক্রমশঃ)