কবিতা ও আলোচনার মিল ও অমিলঃ---
প্রথমে 'অমিল'----
কবিতা বাস্তব-আধাবাস্তব-পরাবাস্তব-অবাস্তবভিত্তিক হতেই পারে কেননা মূলতঃ কবিতা কল্পনা।
কিন্তু আলোচনা সত্যনির্ভর বাস্তবিক উপস্থাপনা।
দ্বিতীয়ত 'মিল'-----
একই বিষয়ের উপর অনেক কবিতা ও অনেক আলোচনা হতে পারে।
কবিতা ও আলোচনা আকর্ষনীয় তথা পাঠকপ্রিয় হতে পারে।
বিশেষঃ-
'কবিতা' এক স্বতঃস্ফুর্ত প্রকাশ কিন্তু 'আলোচনা' নিয়মবদ্ধ সুচিন্তিত প্রকাশ কাজেই আলোচনা প্রকাশের সময় খেয়াল রাখতে হবে যে
'বাজে বকা' হয়ে যাচ্ছে না তো?
দ্বিতীয়ত কবিতা একই বিষয় যেমন 'ব্যঙ্গ কবিতা' লাগাতার লেখা যায়
আর পাঠক আগ্রহ নিয়ে পড়ে কিন্তু আলোচনা একই বিষয়ের উপর
চলতে থাকলে একঘেয়েমিহেতু পাঠকের কাছে বিরক্তিকর লাগতে পারে কাজেই আলোচনায় বিষয়বদল আবশ্যিক।
শেষ কথা--আলোচনায় একান্ত নিজস্ব মতবাদ রাখা যেতে পারে কিন্তু
তা যেন সবার উপরে আরোপিত হচ্ছে এমনটা অনুভব না হয়।
বাংলা কবিতা ডট কম দীর্ঘজীবি হোক।