(জাস্টিস)
"'এলো এলো দুগগা এলো,দুগগা এলো"
মা-বাবা
মাটি কামড়ে বসে আছে
যদি মেয়েটা ফেরত আসে?
তা কখনো হয় না
হাওয়ায় উত্তর ভাসে
মা-বাবা'র
বুকের ভিতরটা হু হু করে উঠলো
সব কথা ফুরিয়ে গেল
শুরু হল অনুভব
যেন বললেন
ঘামটি মেরে বসে থাকা নিঠুর
কেড়ে নিয়েছে আমাদের যাবতীয় বৈভব
হারিয়েছি এক মেধাবী মেয়ে দিব্যসুন্দরী
যার ছোঁয়ায় জুড়িয়ে যেত আমাদের যাবতীয় সন্তাপ
দেখলেন চারিদিকে জনজোয়ার
তারা নিশ্চিত
জনরোষের স্রোতে অপরাধীরা যাবেই যাবে যমের দুয়ার।
প্রনব মজুমদার