প্রথম বন্ধু বললেন
আমি বন্ধুর জন্যে যখনই কিছু ভাবি
যেমন
আর্থিক সহায়তা,পরামর্শ,প্রশংসা করা,ধন্যবাদ দেওয়া ইত্যাদি ইত্যাদি
তা মন খুলে করি
দ্বিতীয়জন বললেন
আমি বুঝেসুঝে ভেবেচিন্তে করি
পাওনার অধিক পেয়ে বন্ধু বিগড়ে যায় যদি
তৃতীয়বন্ধু বললেন
আমি ভৌতিক কিছুই করি না
শুধু মৌখিক 'হে হে' করি
'নকল হইতে সাবধান'
এই সতর্কবাণী স্মরণে রাখি
রূঢ় সত্যটা হল
                 |
                 |
                 |
                 |
বার্ধ্যকে বন্ধুত্ব মানে জাষ্ট 'টাইম পাস'...










বিশেষ- একটা পজিটিভ স্যাটায়ার
(আমার সকল 'নকল' বন্ধুকে উত্সর্গীকৃত)