যেদিন থেকে তুমি অভিমান করেছ আমার উপর
সেদিন থেকেই
এ ঘরের পর্দা-টর্দা,চাদর-টাদর,বালিশ-টালিশ,বিছানা-টিছানা
সব মুখ ফিরিয়ে নিয়েছে আমার দিক থেকে

বুঝছি
নারী না থাকলে পাশে
একলা পুরুষ লাগে ফিকে-ফিকে



(জিস দিন সে তুম রুঠি,মুঝ সে,
রুঠে রুঠে হ্যায় চাদর বাদর,তাকিয়া বাকিয়া,বিস্তর বিস্তর সব)

রাহত ইন্দোরী



বিশেষ-খ্যাতিমান কবি ও গীতিকার রাহত ইন্দোরী'র হিন্দি মুশায়েরা'র
বাংলায় ভাবসম্প্রসারণ,শেষ স্তবক নিজস্ব--যশস্বী কবির স্টাইলে।