(এক গুচ্ছ তুচ্ছ কবিতা)
প্রনব মজুমদার

(ঘেউ ঘেউ)
আমার মতে বাকস্বাধীনতা ভাল
তবে মাত্রা ছাড়ালে
'ঘেউ ঘেউ' মনে হয়

(ইন্তেজার)
আমার অনিদ্রা রোগ
সব শুনে ডাক্তার ওষুধ লিখে দিয়ে বললেন
চিরনিদ্রা'র অপেক্ষায় থাকুন

(হারানিধি)
স্বপনে-
ধরছি ধরছি করছি; তবুও পালিয়ে গেল
শেষ অবধি অধরা রয়ে গেল
আমার প্রথম প্রেম

(শেম শেম)
পাঁচটা পাখির নাম
আমার সাড়ে তিন বছরের নাতনী 'আমাইরা' বলল
টিয়া,চন্দনা,টুনটুনি,বুলবুলি,...
আমি খেই ধরিয়ে দিয়ে বললাম 'মুরগি'
সে বলল ধ্যাত্- 'ও তো আমরা লাঞ্চে খাই'
পাখি কি মানুষের খাদ্য হয়?
আমরা ধাড়ি'রা যা মানি না
একটা শিশু বলে দেয় অবলীলায়...

(সাতাত্তরের খুচরো)
জন্মান্তরের জড়বোধ নিয়ে
বেঁচে থাকে খেটে খাওয়া মানুষ
ভালবাসাকে ব্যথা আর ব্যথাকে ভালবাসা ভেবে...






বিশেষ- স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ভারতবর্ষের অমৃতকালের মহোত্সব;বাংলাদেশের আজ শোকদিবস; সমবেদনা জ্ঞাপন করছি।