ধোঁকা
প্রনব মজুমদার

বইমেলায় ঘুরি
কবিতার বই এর মলাট টিপে টিপে পরখ করি
টাটকা না বাসি
দু-চার খানা কিনে ঘরে আসি
নিত্যকর্ম সেরে গুছিয়ে বসি
কবিতার সাথে প্রেম-প্রেম খেলব আর বলব
ভালোবাসি ভালোবাসি
মলাট উল্টাতেই একী!
সাদা পাতা নেই কোন আঁকিবুকি
পাতার পর পাতা উল্টাতে থাকি
বিধবার থানের মতন সব সাদাপাতা বিষাদময়
সুধী প্রকাশক জানালেন
'সবকিছুই লেখা হয়ে গেছে; নতুন কিছু লেখার যোগ্যতা নেই'
তাই কবিতা লেখার নামে চলছে শুধুই
                                          |
                                          |
                                          |
                                          |
-----------------------------ফাঁকি---------------------