(বেপাত্তা ৫ ই নভেম্বর💐)
বিবাহবার্ষিকী তে
মাথায় আমার বৈধব্যের সাদা
চোখে ধূসরকান্তি মনি
বলছে সময় চুপিচুপি
হারিয়ে গেছ নভেম্বরের তুমি।💐