(ভূমিকা)
গুছোচ্ছি আর এলোমেলো হয়ে যাচ্ছে
যাবতীয় জ্ঞানগম্যি
আমায় কেউ পড়ছে না জেনেও
স্বপ্রশংসায় ধন্যি ধন্যি
জানি,
পাঠক বহিরঙ্গে কবিতায় আছেন সতত
কিন্তু তার অন্তরঙ্গের কপাট বন্ধ অবিরত
সুধী প্রকাশক জানালেন 'আমার হাতে কিছু নেই'
আর
"বাকিটা ব্যক্তিগত"...