এই আসরে আট বছরের বেশী সময় ধরে আছি।
নীচে এই আসরে আমার সুপ্রিয় এবং নিশ্চিতভাবে সবার সুপ্রিয় কবিদের কবিতার স্মরণীয় এক এক পংক্তি লিখলাম; দেখুন তো চিনতে পারছেন কিনা--আগামী লেখায় তাদের নামসহ কবিতার নাম প্রকাশ করবো।
(১) 'প্রতিদিনই একটু আরো যাচ্ছি ঠিকানায়'
(২) 'সব মজলিশে,সব চর্চায় তুই মুছে যাবি ধীরে'
(৩) 'ব্যক্ত হলে অব্যক্ত ভাষা,কথারা প্রাণ পায়'
(৪) 'তবে,কালের কন্ঠ নীরব রবে না অনন্তকাল'
(৫) 'শুধু বৈধব্য লিখে রাখে কবিতার খাতা'
(৬) 'হাত ধরে তুমিই প্রথম চারুপাঠ শেখালে'
(৭)'আবারও বলি মাতৃভাষার কদর বুঝে না কোন শালা'
(৮)' মানুষ জাতি হিসাবে আমরা যে অভিন্ন'
(৯) 'সবুজ ধানক্ষেত পেরিয়ে মিলিয়ে যায় চাষার পাগলি মায়ের মুখ'
(১০)'ঈশ্বরে বুঝেছি সার সত্য- ভালোবাসা'
(২৬/১১/২০২১)
২৪/১১/২০২১ তারিখে প্রকাশের পরবর্তী অংশ--
(১) কবি- দিগ্বিজয়ী কবি পল্লব আশফাক, কবিতা- কী আসে যায়
২) কবি- ঋদ্ধিমান কবি বোদরুল আলম, কবিতা-কেউ খুঁজবে না তোকে
(৩) কবি-অভিজাত কবি অনিরুদ্ধ বুলবুল,কবিতা-সত্তা
(৪) কবি- আদৃত কবি মোঃ সানাউল্লাহ, কবিতা-সত্যের হোক উত্থান
(৫) কবি- গুরু কবি চন্দ্রশেখর ভট্টাচার্য,কবিতা- কবি তার খাতা
(৬)কবি-মিঠে কবি Suman, কবিতা-আমার যা কিছু ভালো
(৭) কবি-বোদ্ধা কবি জসীম উদ্দীন মুহাম্মদ,কবিতা-নিহত শব্দের পদাবলি
(৮) কবি-অনির্বান কবি আগুন নদী, কবিতা-দুর্গাবাড়ির খুশি অখুশি
(৯) কবি-বলিষ্ঠ কবি তানিয়া সরকার,কবিতা-বট তলার কবির দল
(১০)কবি-দক্ষ কবি সুশীল রায়,কবিতা-সুশীল! একটি নাম প্রত্যাহার
ক্রমশঃ
বিশেষ-- আমার স্বর্গীয় স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত