(আলিঙ্গন)
সংকোচহেতু চুপ আছি বটে
তবুও চোখ তো ইশারা করে
যেন বলে;ভালবাসা বুঝে নাও
আমাকে সজোরে জড়িয়ে ধরে