রাগ অভিমান সুখ দুঃখ কষ্ট সহ নশ্বর এই আমিটা
কোনো এক কালবৈশাখী ঝড়ে চিরতরে হেঁটে যাবে
নাছোড়বান্দা হয়ে ঠিক একা পায়ের ওপর পা ফেলে
শেষে শূন্য রেখে ঠিক যোগের সাথে বিয়োগ করে!
একদিন না একদিন সব এক হয়ে যাবে
থাকবে আবছা অন্ধকারে সেই চেনা ছবিটা
গণকের গুনটা গুনে ভুলটা ধরলে আগে
শেষে আর শূন্য রাখতে কখনও হতো না!