যদি তুমি এনে দিতে পারো এক এক ফোঁটা জল
উষ্ণতায় তৃষ্ণা মেটাতে এটাই যে শেষ সম্বল।
প্রাণটা ঢেলে দুহাত দিয়ে তৃপ্তি ভরে করবো পান
শেষ থেকে শুরুর পথে হাত বাড়িয়ে করি আহ্বান।
শূন্য মেঘে মেঘমল্লার বৃষ্টি আনতে পারে
দরজা খুলে দেখো থৈ থৈ বারান্দা জুড়ে;
মন দিয়ে কান দাও বৃষ্টির শব্দ শুনবে বলে
ঠিক যেন সে বার্তা বহে আসবে ঘুরে ঘুরে!