মুখটা ঠিক থুবড়ে পড়ে শহরের চেনা ডাস্টবিনে
গুরুতর অবস্থায় প্রাণটা কয়েক মিনিটে উহ্য;
কামড় খেয়ে মৃত্যুর করাল গ্রাসে শ্বাস নিমজ্জিত
ভাগ্য ঘড়ির কাঁটায় বাঁধা দেখে যন্ত্রণা অসহ্য!
বিষাক্ত কামড়ে সারা শরীরে শুধু রক্তাক্ত দাগ
ধূসর মেঘে রক্তরাগে আগেভাগে দেয় আভাস;
জীবনের দুঃসময়ে আতঙ্কের ভয়ে পুরো খাগ
ভারি গর্জনে কাঁপতে থাকা হৃদস্পন্দনে ব্যথা বাস।
(আজকের কবিতা, ভাদ্র সংখ্যা ১৪৩০)