মুঠোফোনে তোমার দিকে তাকিয়ে সারাটা রাত জেগেছে আজ
স্রোতস্বিনী নদীর প্রবাহ ধারা ও অঝোরে ঝরে পড়া বৃষ্টিতে
আকুল প্রাণ ব্যাকুল হয়ে ছোটে এদিক ওদিক সেদিকে
পিঙ্কু ছাড়া বেঁচে থাকার গান গাইবেই বা কে আর শোনাবে...?
পিঙ্কু তুমি আমার জন্য বাঁচিয়ে রাখো একটা গাছকে আলো দিয়ে
পরিমাণ মতো জল মাটি কিংবা আরও আরও কিছু...
আকুল প্রাণ শান্ত হলে ঠিক সেদিনই ছুটি তোমার খানিকটা
মনে পড়লে নিঃস্ব না করে রেখে দিও ঈষৎ পরিমাণ ভালোবাসা!