স্বযত্নে পালিত আমবৃক্ষের একটা আম চোখের সামনে খসে পড়তে দেখে বড্ড আনন্দ মনের গহনে পরক্ষণে।
বেশ পাকা আম, হলুদ জামা ধারণ করেছে সবুজে চাদর সরিয়ে।
কেউ কেউ দেখে লোভ সংবরণ করতে না পেরে মুখ ফসকে বলেই বসল যদি দুটো পাটি বসাতে পারতাম ওর নরম থুলথুলে গায়ে।
আহা! কি সুখ অনুভব করছি এই জীবনে পরক্ষণে তা বলে বোঝাতে পারবো না।
কেউ কেউ দেখে বলল এ তো বহুরূপীর থেকে কম যায় না। কেউ কেউ আবার বলে এ নির্ঘাত সময়ের বিবর্তন, যা চিরন্তন সত্য ঋতুভেদে প্রতি প্রদক্ষেপে।
আমি কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে বলেই ফেললাম, যাক আমার পরিশ্রম স্বার্থক হলো তাহলে। এবার আমি মরেও শান্তি পাবো পরপারে নাম না জানা কোনো এক দিগন্তের তারা হয়ে।