কাঁদতে গিয়ে হাসতে থাকি
পিঙ্কুর চিনির পানা হাসি দেখে

মনে চিন্তা জোটে ঠিক
ভাবনারা তবুও টের পায়

অভিধান আজ বিবিধের মাঝে
অষ্টাদশীর একাদশীতে হাতে হাত

একে একে সব নিঃশেষিত
শুধু ঐ হাসিটুকু ছাড়া!