তুপান সব ভেঙোনা'

তুপান, সব পাতা উড়িয়ে নিও;
সব ছালছাড়িয়ে নিও,
শুধু ভেঙে দিওনা,
ভেঙে দিলেও উপড়ে দিওনা,
উপড়ে দিলেও আঁকড়ে থাকা
শিকড়ের মাটি তুলে নিও না।
তুপান, সব কিছু উড়িয়ে নিও,
একটা শেকড় মাটিতে থাকতে দিও,
বসন্ত আসতে দিও,
কোকিল গান করতে দিও-ঝড়।
সব পাতা ছাই করো গ্রীষ্ম,
সব ডালও মরতে দিও-শিকড় রেখো।
আষাঢ় বান আসবে লাগবে এই জীবনে-
সবুজ হবে,
ফুলও আসবে,
ঘ্রাণ ছড়াবে,
জীবনের আনন্দে জীবন নিয়ে,
বেঁচে থাক জীবন এই তৃণ-বৃক্ষ।