'তুমি মরা পৃথিবী হয়ে রয়ে গেছ'

তারপর তুমি উল্লাসে ফেটে পরলে আমাকে
ভেঙে দেবার গৌরবে!
তুমি উড়াল দিলে স্বর্গ পথে...!
লাখ বছর পর আমাকে দেখলে একদিন!
খুব কাছ থেকেই দেখলে-আর কাঁদলে!
তুমি নিজেই ভেঙে চৌচির হয়ে আছ-বললে!
অভাক হলে! 'আমি সেই তেমনি আছি।
তোমার স্বর্গ পুড়ে মরুময়দান! কপলে তার চিন্হ!
মুখের ছাপ জানান দেয় তুমি সত্যি শেষ হয়ে গেছ!
আমি তেমনি হয়ে রয়ে গেছি যেমটি রেখে গিয়েছিলে-
    'তুমি নিজেই বললে তা'
রয়ে গেছে কেবল বুকের ভেতর ক্ষত!
আর তুমি রয়ে গেছ মরা পৃথিবী হয়ে আমার কাছে..!
একটা মরা নর্দমার মতোই হয়ে আছ!
আছ হয়ে শ্মশানের মত, পরিত্যক্ত শহরের মত..