'তণু দ্যাখো'

দ্যাখো তণু! দ্যাখো হেমন্তের আকাশ,
ঢাকা'র আকাশ, কেমন ধূসর হয়ে আছে
একটাও নক্ষত্র নাই, কোথাও নাই!
আছে নরম আদ্র হিমেলী নাম মাত্র বাতাস
বুকে তবুও কাপন ধরিয়ে দেয়
পাঁজরের সব ক'টি হাড় নড়ে
হৃদপিণ্ড এই'টুকু'তেই থেমে যায়
জানি না কি করে বাঁচবে এই পৃথিবী?
কুয়াশায় ঢাকবে যখন ঘরের বারান্দা!
ডুবে যাবে যখন শীতের শুভ্র চাদরে জনপথ!
আমি কি করে দেখবো পথ, এখনি এই টুকুতেই...
তণু দ্যাখো রাতের এই আকাশ
কেমন ঘোমড়া হয়ে আছে, বিষাদের বিষে
সেজে আছে শহরের আকাশ,
যেন আকাশের জরায়ু  ফেটে নামবে রক্ত বারিধারা, হেমন্ত'কে কলঙ্কিত করবে এই বেদনা,
বুকে আমার বাজে বীণ যন্ত্রণা।
শুকিয়ে যায় সব সাগর হিয়ার কায়ার।
দ্যাখা তণু,
তুমি জানালা খুলে দাও যেখানে আছ,
তোমার আকাশ কি কাঁদছে?