'তোমরা জাতীয় বীর'

এত সাহস এত এত দম কে ঘাতক কে জম
বুকে গুলি নিয়ে সামনে হয়েছ অতিক্রম
এত দেশপ্রেম এত সাম্যপ্রেম খোলা আসমান
মম মুক্তি ধ্যান কি নিশি-দিবা কি আহার
এত মানবতাবোধ --আক্রোশ ক্রোধে
ভেঙে দিয়ে বৈষম্য আনলে সমতা-চূর্ণ করলে  
একতন্ত্রীতা! মুক্তির নেশায় হয়ে দিশা, বলি হলে
-হাসলে মুক্তি এনে দিলে গণজনতার এই মুক্তমনার
মুক্ত আকাশ মুক্ত বাতাস মুক্ত স্বাধীনদেশ
করে দিলে হিংস্র পশুদের তছনছ  সর্বনাশ
শান্তি আনলে-আনলে বাক অধিকার
রাজবন্দী যত করলে মুক্তি হাজার হাজার
এত সাহস এত নির্বিক- দীপ্তি -রণবীর!
রণক্ষেত্রে হাসছো থেকে যেন পাও স্বর্গঘ্রান
লক্ষ নিশানা দেঢ় তীক্ষ্ণ বাসনায় যেন তাড়ায়
একটুই বাকি! ঐ যে পালায় গেলো সব ছাড়ি
মৃত্যু ভয়-হুংকার দিয়ে করে জয় উঁচু প্রসস্থ বুক
চিতিয়ে যত বর্শা বুলেট গুলি-রক্ত ঢেলে হাসছে
বীর হাসছে খ্যাপা-উম্মাদ
গণ ছাত্র সমাজ তোমরা চব্বিশ-রক্ত গঙ্গা লাল বাংলা
অনন্য খেতাবে শতকে শতক তোমাদের রাখবে মনে ইতিহাস, ঝড় উঠবে গানের সুরে সুরে শিল্পীর কন্ঠে
কবি রা গদ্য-পদ্য লেখবে তোমাদের নিয়ে
লেখবে সনেট- ছড়া, লেখক- উপন্যাস-গল্প লেখবে, জীবনীগ্রন্থ লেখবে তোমাদের নিয়ে
খবরের কাগজে তোমরা শিরোনাম হবে
টেলিভিশন এর টক শো এর গোল টেবিলে
তোমাদের বীরত্বের গুনগান হবে  গুনীমান্যের মুখে
মনে রাখবে সবেজন্ম নেয়া নবজাতক-যে প্রথম নিশ্বাসে গ্রহণ করে ছিলো রক্তমাখা বাতাস
প্রথম আওয়াজ কানে এসেছিলো গোলাগুলি-মানুষের দ্বিক হারা চিৎকার
তোমাদের মনে রাখবে -শতাব্দীরা- নক্ষেত্রেরা
তোমরা পৌছে গেছ মহা সূন্য পারি দিয়ে সেই জগতে
যেখানে পোছলে মানুষ মাহা মানব হয় মহা বীর হয়
কোন কালো মেঘ আর ঢাকতে পারেনা কোন দাহ
পোড়াতে পারেনা
'তোমরা জাতীয় বীর'
সকল তরুণ তরুণী ছাত্র যোদ্ধা  সমাজ