'তোমার জন্য অপেক্ষা'
..........................................................
তোমাকে খুব বেশি প্রয়োজন আজ প্রিয়তম
তোমার অভাবে পুরায়না দিন-রজনী মম
আমার চোখ তোমায় খোঁজে সেই পথ ধরে
যে পথে হারিয়ে তোম-দিশেহারা জীবন ভরে

তুমি বন্ধু রেখে গেলে কারাবদ্ধ সংসার লোকে
কি করে ভুলবো জীবন-মরনে বলো তোমাকে
এত প্রতিক্ষা-এত আক্ষেপ-যদি এসো ফিরে
ঘুরছি-দেশান্তর তোমা না লয়ে যাবোনা নীড়ে

আমার ললাটে তুমি এঁটে-বিধে আছ চিরকালীন
তোমার জন্য ঐ আকাশ বাতাশ কত-শত মলিন
প্রগাঢ় সমুদ্র হয়ে থাকি বুকে নিয়ে উর্মি বেসামাল
তুমি এসো ঝড় হয়ে আমি ভাঙা বুকে দেবো সামাল

আকাশে তাঁরা উঠে ঝড়ে যায় তব আবার উঠে রাতে
নদী তলিয়ে নেয় বসতবিটা তবো ভাসায় বালী চরতে
তুমিও এসো এই হাতটি ধরো-যেমন ফিরে উঠে তাঁরা
সব প্রতিক্ষা বিনাশ করে এসো তুমি হয়ে আলোধারা

অভিমানে আকাশও কাঁদে আবার রংধনু ছড়ায়
বাতাসের হাঘাতে ধ্বংস চলে পাখিদের বাসায়
তুব পাখি নীড় গড়ে পাতে সংসার নতুন সাথী লয়ে
তুমিও তেমন আসো সব দুঃখ নিজেই যাবো বয়ে