তোমাকে ভুলতে সম্ভব

তোমাকে ভুলতে সম্ভব,হ্যা সম্ভব,
যদি এক লাখ  বছর সময় আমি পাই,
তোমার সব স্মৃতি মুছে পেলতেও সম্ভব ,
যদি আমি ঐ অসীমদূর আকাশ ভেদ করে
পাড়ি ঝমাতে পারি এক কল্পনাতিথ  ভিন্ন গ্রহে।

হ্যা তোমাকে ভুলতে সম্ভব যদি মুহূর্তে
নক্ষত্রের দেশে পদচারণ হয় ,
সব স্মৃতি মুছে পেলতেও সম্ভব ,
যদি সাত সাগরের জল মুহূর্তে শুকিয়ে যায় ।

তোমাকে ভুলে থাকা সম্ভব,  
যদি তিন’শ পয়ষট্টি দিন সূর্য  বিহিন
ডুবে থাকে এই জাগতিক সকল অস্তিত্ব ,
যদি হিম হয়ে বরফে বরফে আস্তরণে
ঢেকে যায় সমস্ত পৃথিবী ,তখন তোমাকে
ভুলে থাকা হয়তো সম্ভব।