তবুও তোমাকে শুভেচ্ছায় রাখি
অমীমাংসিত সকল সমীকরণ উপক্ষে করে,
তোমার আহবানে নড়ে বসেছি কত বার ,
তোমাকে এত বেশি সম্মানিত করে গেছি ,
লাভ-ক্ষতি- অংকের কোন বই খুলে দেখিনি ,
এত বেশি বুঝেছি তুবুও অন্ধত্বের বেড়াজালে
পুঁজিবাদী আত্মকেন্দ্র হয়ে মানুষের সকল শিল্প-দর্শন
যুক্তি এক ঝটকায় অপবাদ দিয়ে বিরল তুলসীপাতা
তবুও শুভেচ্ছায় রাখি তুমি ফিরে এসো।
হয়তো জানোনা চার পাশটাই অন্ধকার
রেডএল্যার্ট বাজছে শুনছনা তুমি,নিজেকে উদ্ধার করো
মননের কোন খোঁজই রাখোনা নিজের,
শ্যাওলা মনের উঠনে, বর্বতায় চলে গেছে
সুদ্ধ চিন্তা গুলো।
বুঝতেই পারছনা কি করা ঠিক,তবুও তোমাকে
শুভেচ্ছায় রাখি,
তুমি ফিরে উঠো -দুর্গন্ধময় বদ্ধ জলাশয় থেক
হৃদয় প্রান্তর মরুভুমিতে ছে গেছ তুমি
তবু তোমাকে শুভেচ্ছায় রাখি ।