সর্বনাশা বন্যা

সীমন্ত পাহাড়ি ঢলে,উজানের বান জল
আকাশ ফেটে অঝোর, ধারা বৃষ্টি নামা
তলিয়ে দিলো গ্রাম,শহর-জনজীবন হায়
কৃষকের হাতে গড়া,ডুবে ফসলি পান্তর
ডুবে গেলো কৃষাণীর,যত্নের কুঁড়েসংসার।

ডুবলো গোয়াল ঘর, উনুন রান্না গৃহ খড়ি
শিশুরা খেলতো ঘর, আঙিনায় কানামাছি
হয়ে গেলো টাইটানিক, প্রলয় জল সাগার
ভাসছে বানেস্রোতে, বিছানা-হাড়ি পাতিল
ডুবে গেলো শহর গ্রাম,কাঁচা-পাকা সব ঘর।

শহরের গলিতে জল,পাকাদালানে জলগ্রাস
গ্রামের রাস্তা ব্রীজ, অথৈ জলরাক্ষুসের খেলা
মৎস্য হ্যাচারি আনাজ, খামারি পুকুর-ঝিল
খাল-বিল নদ-নদী,বানের জলে একাকার
প্লাবিত হয়ে জনপদ,ভাসছে মৃত দেহ প্রাণী।

অবুঝপশু-মানুষ খুঁজছে, ঠাই হায় কোথায় যায়
বন্যার কবলে বাংলা ভাসছে, গহন গভীর বানে
অভিশপ্ত বন্যা প্লাবনে, কাঁদছে আকাশ তাঁরকা
শিশু-বৃদ্ধ অসহয় চোখে,দেখছে প্রলয় গ্রাস।