'শুভ্র ফ্রক'

তুমি কেন আজও সেই চাঁদেরবুড়ী গল্প হয়ে রয়ে আছ?
একটা রহস্যময় ভুতুড়ে পরিত্যক্ত ট্রেন!
বা সূন্য নগরী,
কি দারুণ জ্বলজ্বল করছে অথচ!
জানি না কেন সব রহস্য পথ হারায়না?
গোলাপি হয়ে আছ ফুটে আছ পাপড়ি হয়ে
বেলীর মত গন্ধ কি দারুণ গন্ধ!
একটা মৌমাছিও নেই কি রহস্য?
এতো কাঁদো রোজ বুকে তুপান উঠে
এতো লুকাউ নিজেকে দূরের নক্ষত্ররা হাসে!
হাসিটা কষ্টের! তিরস্কার নয়।
অজানা একটা গল্প হয়ে থেকে গেছ কি রহস্য?
এতো অভিনয়?
জীবন নিয়ে নিজেকে নিয়ে এতো খেলা?
মহমায়ায় জড়িয়ে যায় মায়াবী চক্র
আকাশে মেঘ ধরলে সাগর গর্জে এ এক রহস্য!
জানি না কেন কল্পনায় সেই স্মৃতি আসে ধেয়ে!
আমি কি এমন ঋনী থেকে গেছি পোড়ায় বুক?
নাকি মায় নাকি অন্য কিছু নাকি কোন রহস্য?
কোটি তাঁরা জ্বলে একটাই চোখ জলসে
দেয় অন্তত কাল!
কি নাম দেবো সেই নক্ষত্রের? ধ্রুবতাঁরা?