'শুধু মানুষ হও'

ইতিহাস গড়তে হবেনা তোমার
খুব নাম-ডাক-কামেরও ধরকদর নেই
জীবনের মত জীবন নিয়ে বেঁচে থাকো
মানুষ হয়ে কেবল হে মানুষ।
মহা মানব মহা অনুভব মহা কর্ম'সাধণ
এসবের ধরকার নেই,
শুধু খুব সাধারণ হয়ে থেকে মরে যাও,
জীবনকে ভালোবেসেই মরে যাও অমূল্য তুমি।
গোলাপের মত বাহার ছড়িয়ে ফুটবার দরকার নেই
ঘাসের মত হয়ে সবুজ থাকো চির সবুজ।
খুব সাধারণ অতিসাধারণ বাবুইপাখি
হয়ে বেঁচে থাকো,
অট্টালিকা আর দুর্গিরি-নক্ষত্র জয় লাগবেনা
লাগবেনা গর্বিত অর্জন,
জীবনের জন্য এগুলো লাগেনা।
মানুষ হতে অতি সাধারণই যথেষ্ট-তুমি যেমন ঠিক।
আজ কাল মানুষ হতে নিজের মস্তিষ্ক
নিজে রোহিত করছি হৃদপিণ্ডে জমা হয়
সাইবেরিয়া আইস পার্বত্য,
যেন আমি অন্তত কাল এখানে থেকে যাবো!
তার যায়গা করছি যেন এক হাজর কোটি বছরই থাকবো
কোন নাম-কাম লাবেনা জীবনের জন্য
শুধু মানুষ হও হে মানুষ..!