'শিরোনামহীন'
সভ্যতা গড়ে প্রেমের শিহরণে বুকের পৃথিবীতে,
সরলতার বাঁকে মৃত্যু খুঁজে পথিক এটাই স্বর্গ
তবুও রাক্ষসী-রাক্ষস মাতে সত্যকে ডুবাবে!
যে আলো ছড়িয়ে গেছে সাগর তল অব্ধি অন্ধকার।
কাঁচের মত চৌচির হয়ে যায় গোপন অসভ্যতা!
আলস্য হয়ে উঠে সত্য তবু তা থেকে যায় কোটি বছর।
আর ডুবে গেছে রোজ সূর্যের বাহানা নদীর ওপাড়ে-
সন্ধ্যা নামবার আগেই দিশেহারা কালঅন্ধকার।
মিছিলের ধ্বনি কাপে নগর কাপে পায়ের নিচ
রক্তের গন্ধে ছিটায় আতরের জল সত্য ঢাকবে।