'শেষ চিঠি
তোমার কাছে মালাকুল মউত আসবে,
একদিন গিলবে বিশ্বাসের খাদ্য যখন-
সব নরক দৃশ্য চোখ হবে আয়না যোড়া।
ভেলকিবাজি মুখের সব ভাষা থামবে-
পোশাক যেন দরবেশ ভগবানের প্রিয়তম।
সব থেমে যাবে তোমার মৃত্যুদূত উপস্থিত!
রসালো কথন ভাব জমানো পাথা সজন
শেষ পত্র ডাকে জমা হবে তুমি জাবনবেনা
যখন তা দেখবে খুলবার সময় পাবেনা!
রঙ লীলা এই তামাশা জীবন চন্দ্র খসবে।