রূপসী ঊষা'

ফজর পড়ে পৃথিবীর দিকে তাকলে মনে
হয় অত্যঅদ্ভুধ এক রহস্য
সব তৃপ্তির মোহনা মিশে আছে এই নরম
বাতাসে আকাশে মাঠিতে
রূপসী ধরনীর এতো বিচিত্র যৌবন এখনি
জানান দেয় মেলে দেয়
এই একটু প্রভাতের কাছে সারা পৃথিবী তুচ্ছ
এক রহস্য ফজর সালাতে
একদিন অনুভব করি স্বর্গের মত মনে হয়
তারপর সব ঊষা হয় স্বর্গ
আকাশের বুকে থাকে মমতার শিতল মায়া
নীরবতা নির্মলতা ফজর