রক্ত সাগার
তুমি চলে গেছে প্রেম, রক্ত সাগরে ভেসে গেছো,
আমি বুঝতেই পারিনি প্রেম তোমার!
আমাকে না দেশকে বেশি ভালোবাসতে?
বলেছিলে--' জীবনের চেয়ে প্রেম দামী ;
সেটা এখন বুঝলাম দেশই তোমার সেই প্রেম।
তুমি এখন হয়তো আকাশে আছ!
কোম আকাশে একটু যদি বলতে?
আমিও নাহয় যেতাম চলে সেই আকাশে।
ঠিকানা দিও আকাশের, দেশপ্রেম হয়েই যেতাম।
তুমি বলতে প্রায়ই ,’কেন একাত্তর দেখলামনা,
কিন্তু তুমি চব্বিশ দেখলে, জুন দেখলে,
আর চলে গেলে, একাত্তর হয়ে,
কিছু বললেনা, বুঝতে দিলেনা,
কোন যোগাযোগ রাখলেনা দশ দিন।
তারপর তোমাকে দেখলাম,টিভি পর্দায়।
কি সুভাগ্য আমার তুমি খবরের শিরোনামে!
লাল জলে ভেজা তোমার জামা, শুয়ে আছ উপর হয়ে।
তারপর আমি বুঝলাম তুমি মৃত।
লালজল তো নয় তোমার রক্ত।
তোমাকে দেখলাম কাছ থেকে,তোমার শরীরে বুলেট,
বুকের সামন দিয়ে প্রবেশ করে ওপাশ দিয়ে বেরিয়ে আছে
একটি রক্তগুহা।
বৈষম্য বিরোধী বীর তুমি চলে গেলে
আমার জীবন থেকে বহুদূরে।
আমার প্রেম। বীর প্রেম রক্ত সাগর হয়ে গেলে।
কথা ছিলো তুমি রিং পড়াবে,
একটি উপহার দেবে লাল বেনারসি,
ঠিকই লাল রক্ত উপহার দিয়ে চিরতরে চলে গেলে।