'রক্ত ময়দান'

গত হয়ে গেছে রক্ত ময়দান!
যোদ্ধার কংকাল মাঠি বসত;
চিৎকার দিয়ে কাঁদে আরোগ্যোলয়
পঙ্গু পৃথিবী হারা পথ!
কি লাভ হয় এই রণবীর খেতাব?
এই মাঠি রক্ত হবে,
আকাশ হবে প্রাণ-মরা আকাশ!
বাতাস হবে লাশের বাহন
আমরা হবো দর্শনার্থী!
আগুনের খেলা খেলে যায়
খেলে যায় শত বছরে মৃত্যু..
মায়ের অপুষ্ট যোনি বিসর্জনে সাজে
এই বাংলা, যৌবন ঢেকে যায় স্তন্য দানে
তারপর শাবক সিংহ  হয়ে মাকে
উপহার দেয় কলংক-রক্ত-লাশ।