রাজপথ আবার কাপছে'

আমার আজ লেখবার কথা ছিলো-
শ্রাবণ-মেঘ-বৃষ্টির কবিতা
আজ আমি বৃষ্টি বিলাসিতায় মগ্ন থেকে
কবিতার চরণে চরণে ছন্দ মেলাবার কথা,
আজ শ্রাবণের অপরুপে মুগ্ধতায় বিমোহিত হয়ে
থাকবার কথা ছিলো এই বিকেল- সন্ধ্যা আমার
কিন্তু আমি তার কিছুই লিখছিনা

কারন-রাজপথ আবার কাপছে-বন্দুকের নলে ছুড়ছে বুলেট,ছুটছে এদিকওদিক, উত্তাল নগরী ক্ষুব্দ ছাত্র সমাজ-জনতা
এক বালক কাঁদছে আর বলছে- 'আমার বাবাকে মেরে পেলেছে'

স্বামী হারা এক বিধবা শুভ্র কাপড়ে লুটিয়ে আছে মাঠিতে
এক শিক্ষিকার আবেগঘন  বলিষ্ঠ হুংকার জড়ো হলো জনতার ঢল,

সন্তান হারিয়ে জননী রাস্তায়- ভাই হারিয়ে ভাই, লিফলেটে
লেখা- 'আমার ভাইকে চাই-সন্তান ফেরত দাও-বাবাকে
ঘরে ফিরিয়ে পাঠাও- আমার স্বামীকে চাই'

এমন বিলাপ আর্ন্তাদে ভারি হয়ে গেছে জনসমুদ্র নগরী
ঢাকা, যেন ঢেকেই গেলো  জনসমুদ্রে

তারুণ্য প্রতিবাদের তিব্র জনস্রোতে গর্জে উথলে উঠছে
শাহবাগ-বাইতুলমোকারাম-গুলীস্তান...

বলছে জনতা সমস্বরে- প্রসস্থমুখ হাঁকিয়ে-- নয় দপা মেনে নাও! না হয় গদি ছেড়ে যাও!

আজ আমার সূত্রাপুর চামারটুলি যাবার কথা ছিলো
কিশোর অসুস্থ  মামাতো ভাইটাকে আমি আনতে যাবো
সকাল এগারোটায়ই যাবার কথা ছিলো  জুমার পর
ফেরবার চিন্তা ছিলো মমূর্ষ ভাইটাকে সাথে নিয়ে,
কিন্তু মামি যেতে না করলেন-

'আজ এসো না, সারা শহর জুড়ে বেপক কর্মসূচির কথা শুনছি,পরিস্থিতি স্বাভাবিক হোক দু এক দিন পর না হয় এসো'

আজ বিকেল সন্ধ্যা রাতে মুমূর্ষু মামাতো ভাইটাকে
তার মনের খোরাক হবার কথা ছিলো আমার- একটু
খুনসুটি-হাসি আনন্দ একটু যত্ন নেয়া তার,
শ্রাবণ মেঘের গল্পে জমবার কথা ছিলো আমার
আজকের বৃষ্টি স্লান সারাক্ষন--তা আর হয়নি