"পুরোহিত-দরবেশ"

পুরোহিত-দরবেশ পূণ্যের নজর কুমারী গর্ভবতী!
এইকি হাল! তবু আমরা প্রসাদ-ঝার-ফু-দরবারে!
আরে অন্ধ তুই কি বাজে নিয়ে মগজে থাকিস?
দেখ'না বিধবার শুভ্র চিকুরে ঢাকে রঙিলা গগন!
ভেসে যায় বানে স্বপন খসে যায় নক্ষত্রের মতো
উপাসনালয়ের পবিত্র কক্ষে ঘুমোয় শুকর-কিট
মননে খেলা করে কামবাসনা নর্তকির অট্টহাসি।
আমাদের সকল নিস্পাপ মানব চার পাশে হাসে
পেয়েছে স্বর্গের টিকিট বাহনও তৈরি পালা যায়র
পাগলি কুমারী হয়ছে মা বাবা কে বা কাহার হয়!
এখানে বাস করে পবিত্র আত্মা দেবতা ভগভানের
আমার ঘরেই থাকে ঈশ্বর বাকিদের ইবলিশ
আমার পুজা দেবতা লয় অন্যরা সব দুর্গার পাপি।
আমার মুখে সুশ্রী কথা হৃদয় কি চলে দেখে কারা?
আমি দেখেছি আত্মা কি খেলা খেলা চলে সচ্ছ
শুনেছি মুখে কুরুচিপূর্ণ বাক্য-হৃদ মির্মল দেখেছি।