প্রতিযোগিতা
শুরুতে কে কত ভালোবাসবে কার প্রেম
কত গভীর চলে এক প্রতিযোগিতা
তারপর ভুলবোঝাবুঝির প্রতিযোগিতা
অভিমান অভিযোগের পাহাড় জমে
চলে প্রতিযোগিতা কে কত সঠিক, শুরু হয়
অহমিকা খেলা, কে কত দামী-বড়!
ক্রমেই দূরত্বের প্রতিযোগিতার দৌড়ে অন্ধকারে
হারিয়ে যায় উজ্জ্বল নক্ষত্র দু'টো
চলতেই থাকে তবুও প্রতিযোগিতা বিচ্ছেদের
নরকে ধাবিত হতে-তাই হয়,
তারপর প্রতিযোগিতা চলে-কে কত সঠিক!
আগুনের খাদ্য ক্ষুদা নিবারন হয় দুজনার!
তবুও আমিত্ব চলে প্রতিযোগিতায়-ভালো আছি!
বড় সুখে আছি! এতেও চলে প্রতিযোগিতা!
তারপর দুনয়নে সাগর হয়ে আবারও চলে প্রতিযোগিতা
বলে, 'আমি কেঁদেছি বেশি আমার নয়নের জলসাগর অতোলো গভীর! এভাবেই চলে প্রতিযোগিতা!
তাপর প্রতিযোগিতার মৃত্যু হয়ে যায়!
মৃত্যু হয়ে যায় সব অহংকার দু'জনার।