পৃথিবীর বয়স'
সবাই বলে পৃথিবীর বয়স হয়ে গেছে,হলেই বা কার কি?
আমার বয়স হয়েছে এই ভাবনা আছে কি?
পৃথিবীর বয়স হলে মৃত্যু হবে? আমার মৃত্যু বয়স না হলে
হয়ে যাবে এই ভাবনা আছে কি? কোন কালে সূর্য পশ্চিমে
উদয় হবে,পৃথিবী এক যুকে সাতদিন অন্ধকার সূর্য হীন থাকেবে,
-এই আতঙ্ক বুক ধড়পড়িয়ে উঠে।
আমি তো রোজই অন্ধকারে হারাই পাপের মোহে এই সতর্ক
বাণী কে দেবে? সবাই বলে কেয়ামত আসছে তড়ে,
-হ্যাঁ আসছে,আমি তো যখন তখন কেয়ামতের কিনারে,
চোখ বন্ধ হলেই আমি নিজেই কেয়ামত
এই খবর আছে জানা, নেই তো হৃদয়ে।
বাবার মৃত্যু হলে মায়ায় কাঁদি,আমার মৃত্যু হবে কেন তা ভুলি?
সবাই বলে পৃথিবীর বয়স হয়ে গেছে, বলিনা কেনো আমাদের
কর্মে ধ্বংস হয়েছে? আমরা বলি সূর্যের দাহ বেড়ে গেছে,
বলিনা কেন সব তৃণ ফাঁসি দিয়ে জল্লাদ হয়েছি?
সবাই বলে পৃথিবীর বয়স হয়ে গেছে আমরা শিশু যুবক-বৃদ্ধ
থেকে বয়সেই আছি , ঘন্টাবাজবে-ডাকবে,
চিতায়-গোরস্থানে আমাদের বয়স হয়ে যাবে।