"পৃথিবী হবে গোলাপ"
মানুষ যতদিন তুই পৃথিবী হবে গোলাপ।
আর নাহয় চার পাশে অসমাতা চিরদিন!
তোমার কতটুকু আছে প্রেম-মানবেতের?
অবুঝ নর দিক দেখাতে-গিয়েছ কুড়েনীড়?
যতদিন পবিত্র আত্মা-মানুষকে ভাবে মানুষ!
ততো দিন ঈশ্বর ঘুমায় প্রজাপতি আঙিনায়।
এতো বেশি ভাবি মানুষ কে অমানুষ নিজই
থাকিনা মানুষ! তবু কেটে গেছে জীবন শত,
প্রকৃতির মত জীবন হোক-মানুষের মতো।
বৃক্ষ শেখর মত হৃদয় হোক তোর আঁকড়ে
ধরো মানুষ কে--ভালো মন্দ সব মানুষকে।
এই জীবন জীবন নয় যে জীবন ভুল নেই
কাটে-আমি মানুষ হয়ে আমার দায় এড়াই?
যতদিন মানুষ হবিনা চারপাশ হবে অন্ধকার
এমনি আমাবস্যায় থেকে যাবি-জোছনা মেখে
অহমিকা হৃদয় থেকে গেলে চাঁদকে তুচ্ছ
লাগে পৃথিবীর-আমার ধ্বংস খেলার চিত্র
পথ হারা পঁচা মস্তিষ্ক গন্ধ ছড়াছড়ি আমিত্ব ।