প্রেমের একটা বিষ থাকে'
আমি কখনোই কারো প্রেমে পরিনি ,
প্রেমের একটা বিষ থাকে,
যখন মানুষ প্রেমে পরে সেই বিষ সারা অঙ্গে,
ছড়িয়ে পড়,
তখন সে একটা কবিতা লেখে,’লেখে ,
মৃত্যু হোক আমার,
'তাকে না পাবার বিরহে,আমার দু’চোখে বয়ে যাক,
উত্তপ্ত তরল নরক লাবাস্রোত ।
তার চলে যেতে দেখায়,এমনটি হয়নি,
কারন প্রেমে পড়নি কখনো।
কাউকে ভালোবাসিনি তেমন,ভালোবাসায়
একটা অবসাদ থাক,
অবসাদ যাপন করতে, একদিন মা'মাকড়সার
মত ভেতর দিয়ে
শরীরের সব রক্ত মাংস নিজের ছানাদের খাইয়ে
শুধু খোলশ হয়ে থাকেম,
আমি তো এমন নই কারন কখনোত আমি
ভালোই বাসিনি কাউকে।
প্রেম কারবালার রক্তস্রোত ময়দা,
প্রেমে পরলে শহিদ হতাম
আমিত হইনি,কারন আমি কখনো কারো প্রেমেই পড়িনি,
প্রেমে পরলে আমি উম্মাদে উম্মদে,
নিজেকে ক্ষত বিক্ষত করে রক্তে জড়াতাম ।