' অপরুপ নারী'

অবুঝের সাথে প্রতিযোগীতা খেলা কি আর চলে?
নারীর সাথে খুনসুটি হাস্যরস অবলা বলের ফলে।
নারী তো শিশুর মতই  মান অভিমানের খেলাধুলা
নারী সুন্দর শিশুর মত রামা উপমায়  সারাবেলা।
প্রতিশোধ চলে মশার সাথে মারে মানুষ রক্ত চুষে।
ক্রোধে হাত ডুকাই সাপের গর্তে মানুষ মরে বিষে।
নারী তুমি শান্ত  প্রকৃতি ঘুমন্ত কুয়াশার সকালে।
বেলা উঠতেই তুমি হও ব্যাকুল অস্থ বিকেল সন্ধ্যা
তোমার সাথে কি প্রতিযোগীতা হবে বলো হরিণী?
সিংহ-রাগ সাজে এই রণ সমরের নারী রাগিণী?
শিশুর অক্ষি-চিকুর-হাস্যশ্রী তুুলতুল কায়া অপ্সরা।
ধরনী গর্বিত সকলি সাজলো তরু-ঘাস-পর্বত-অম্বরা।
গগন নক্ষত্র মেলা নিশীন  জবার রং বৈকালী বেলা।
নারী চিরকালের শিশু শ্বাশত রমণ নর দেখে স্বর্গ তায়
স্বর্গ নরের বাতাসে আকাশে পাখির কন্ঠে গান গায়।
রৌদ্র-বৃষ্টি- সবুজ পান্তর রমণীর দোল কায়া চলনে।
বাঁচা মরার প্রশ্নে প্রতিযোগীতা হবে কমেন করে পুরুষ?
দ্রোহ বিদ্রোহ ঐ ভ্রষ্টে তরে গলা ছেপে রোহিত লোহু,-
গঙ্গা করে মৃত্যু হেনেছে 'মৌমিতারে' দেহ হায়নার দল।
নারী আজন্মই বন্দীনি চির পরাধীন চির লজ্জা বোসন।
রামা রক্ত জবা লাল গোলাপের পাহাড়ি ফসল রত্ন।
বসন্ত কৃষ্ণচূরা শিমুল মগ ডালে ফোটা প্রতিটি ফুল।
ব্যাকুল হৃদয় বসন্ত আনে বারো মাস মোহে নারী।
সম্মোহন করে নারী জীবনের বোধে নর সভ্যত্বাকে।
নারীর মমতা যত্ন- প্রেম তৃণ অরন্যে পৃথিবী নরের
দূর্বল হরিণ গর্ভবতী রমণী কামিনী অপ্রতিদ্বন্দ্বী রয়ে
রণ ডেঙ্গু'র সাথে আমার কামড়ে মানুষ মারে সারে।

২৩/০৮/২৪ইং