এমনি কতো রাত হাজার রাত কেটে যায়
কত নক্ষত্র মৃত্যু হয় আকাশ খসে যায় সাগর
কত নিশীবক রাতবেরাত কাঁদে কষ্টহিমালয়
বুকের একপাশ অবস হয়ে গিরিপথ তৈরি হয়
আরেক পাশ অগ্নি গলিত সাগর ভয়ে যায়
এই পৃথিবী লুকিয়ে যায় লোচনে অন্ধ হয়ে
তার পর কেটে যায় অন্তত রাত এমনি-গাঢ়..
….............................................
এই চোখ আড়ালে আর চোখ থাকে
সেই নয়নে পৃথিবী তোমাকে দেখে
দ্যাখে সে ডুবে গ্যাছে সোনালী বিকেল
আসেনা ঊষার রোদ্দুর উষ্ণ সকাল
তোমাকে অনেক দেখে ভেতর চক্ষু
কেমন দেখায় হায় শুনতে কত রুক্ষ
সব ফুল ঝড়ে যায় সব পাখি ফিরে
তবু তুমি একলা আমিত্ব মরো ঘরে
এই চোখ সব দেখে, সব খুঁজে-বুঝে।